শিল্পের সম্ভার, বদলে দিতে পারে আপনার ঘরের চেহারা
এক ছাদের তলায় শিল্পের হাট। এমনই সুযোগ এনে দিচ্ছে সেজুতি ক্রিয়েশনস।
শপিং মলে বা নামী ব্র্যান্ডের বুটিকে হয়ত অনেক সময় কাটিয়েছেন। চড়া দামে হয়ত অনেক কিছু কিনেওছেন। সেখানে কর্পোরেট ছাপ ছিল ঠিকই, কিন্তু শিল্পের ছোঁয়া কতটুকু ছিল?
বসন্তের আবহে অনেকেই ছুটে গিয়েছিলেন শান্তিনিকেতন। সুন্দর শিল্পের খোঁজে হয়ত গিয়েছেন কোপাইয়ের হাটেও। এবার খাস কলকাতাতেই এমন এক প্রদর্শনী। শিল্পী রত্না বোসের হাতে তৈরি শিল্পের সম্ভার। দুষ্প্রাপ্য ছবি তো আছেই। শাড়ি, চাদর বা ব্যাগও শিল্পের ছোঁয়ায় পেয়েছে অন্য এক মাত্রা। ঘর সাজানোর নানা উপাদান। দামেও বেশ সুলভ। অথচ, সেগুলি বাড়িতে থাকলে এক লহমায় বাড়ির চেহারাই বদলে যেতে পারে।
যেটা পছন্দ, সেটাই নিতে পারেন। তার আগে অনলাইনে (https://www.facebook.com/sejuticreations/) কিছু কাজের নমুনাও দেখে নিতে পারেন। ভবানীপুর এলাকায় প্রদর্শনী চলবে
০৩ সেপ্টেম্বর থেকে ০৮ সেপ্টেম্বর । বিকাল চারটে থেকে রাত আটটা ।