দৈনন্দিন খবর, বিশ্লেষণ তো আছেই। রাজনীতি, খেলা, বিনোদন, ভ্রমণ তো আছেই। তার পাশাপাশি সাহিত্য থাকবে না? শুরু থেকেই সাহিত্যের নানা শাখা ডালপালা বিস্তার করেছে বেঙ্গল টাইমসে। সেই প্রবাহ আগামীদিনেও বজায় থাকবে।
গল্প, অনু গল্পের পাশাপাশি বিভিন্ন সাহিত্যিকের জীবন নিয়ে, তাঁদের সাহিত্য নিয়ে বিশেষ লেখাও থাকে। পাশাপাশি ‘সহজপাঠ’ বিভাগে বেশ কিছু বই নিয়েও আলোচনা হয়। সে বই যে নতুন বই হতে হবে, এমন নয়। পঞ্চাশ বছর আগে লেখা কোনও বই হয়ত পড়লেন। সেটা নিয়েও নিজের অনুভূতি মেলে ধরতে পারেন। আমরা বিশ্বাস করি, সাহিত্য শুধু সমকালীন নয়, এর একটা চিরকালীন আবেদন আছে।
তাই সাহিত্য সংক্রান্ত নানা আকর্ষণীয় ফিচারও পাঠাতে পারেন। কী ধরনের লেখা প্রকাশিত হয়, তার কিছু নমুনা পুরনো সংখ্যাগুলো থেকেও পাওয়া যাবে।
লেখা পাঠানোর ঠিকানা:
bengaltimes.in@gmail.com