কলেজ স্ট্রীটের সেই বিখ্যাত বাঙালি পাঁঠার দোকানের কথা অনেকেরই মনে আছে। তাঁর মালিকের খুব পেটের সমস্যা। অনেক ডাক্তার দেখিয়েছেন। কিছুতেই সারছে না। অবশেষে এলেন বিধানবাবুর কাছে। বিধানবাবু কোনও ওষুধ দিলেন না। অন্য এক দাওয়াই বাতলে দিলেন। বললেন, তুমি রোজ গরম দুধ খাও। এক সের করে দিনে তিনবার। দ্বিতীয় দিন থেকে প্রচন্ড পায়খানা হবে। হোক, ঘাবড়ে যেও না। এভাবেই দিন পাঁচেক চালিয়ে যাও।
বিধানবাবুর নির্দেশ মতো রোগী তাই করলেন। যথারীতি দ্বিতীয় দিন থেকে অহরহ প্রকৃতির ডাক। তবু চালিয়ে গেলেন পাঁচদিন। ব্যাস, সব সমস্যা নিমেশে উধাও।