হনু–‌মনু নিয়ে থাকুন, নজরুল নিয়ে খেলবেন না

ময়ূখ নস্কর

খবরের কাগজে পড়লাম, আর এস এস নাকি ঘটা করে নজরুলের জন্মদিন পালন করবে? পালনের উদ্দেশ্য নজরুলকে ভালোবাসা নয়, উদ্দেশ্য ভোট। নজরুলজয়ন্তী পালন করে বাঙালির মন জয়ের চেষ্টা। কিন্তু নজরুলকে নিয়ে খেলা করা যে আগুন নিয়ে খেলার মতোই বিপজ্জনক সেটা বোধহয় সংঘের নেতারা ভাবছেন না।

আর এস এস বরাবরই হিন্দু- মুসলমানের বৈবাহিক সম্পর্কের বিরোধী। এটা নাকি লাভ জেহাদ। এইভাবে নাকি হিন্দু মেয়েদের মুসলমান বানানো হয়। তাহলে নজরুলের ক্ষেত্রে তারা কী বলবে? তিনিও তো হিন্দু মেয়েকে বিয়ে করেছিলেন। নজরুলের জন্মজয়ন্তী পালন করার পর আর এস এস কী বলবে? আমরা আগে যা বলেছিলাম তা ভুল? না কি বলবে নজরুলের বিয়েটা লাভ, অন্যদের বিয়ে জিহাদ?

najrul

এবার তাকান নজরুলের সন্তানদের নামের দিকে। কাজী সব্যসাচী, কাজী অনিরুদ্ধ। অকালপ্রয়াত এক সন্তানের নাম কৃষ্ণ মহম্মদ। প্রতিটি ক্ষেত্রেই মুসলিম নামের পাশে স্থান পেয়েছে মহাভারতের চরিত্রের নাম। নজরুলের ভজনা করার পর আর এস এস নেতারা নিজেদের পরিবারে এই ধরনের নাম রাখবেন তো? নজরুল ভট্টাচার্য? রোকেয়া সেনগুপ্ত? কালাম বসু?

নজরুল কমিউনিস্ট পার্টির ঘনিষ্ঠ ছিলেন। তিনি মুজফফর আহমেদের বন্ধু। তিনি কমিউনিস্ট ইন্টারন্যাশনালের বঙ্গানুবাদ করেছিলেন। “জাগো অনশন বন্দি। ” তার একটি গান “ওড়াও ওড়াও লাল নিশান।” কুলি-মজুর কবিতাটি পড়েছেন? এমন কবিতা কারা লেখে বলুন তো? যাদের আপনারা ব্যঙ্গ করে মাকু বলেন তারা।

খবরের কাগজে আরও পড়লাম আর এস এস নাকি নজরুলের শ্যামাসংগীতের সংকলন বের করবে। কিন্তু নজরুল শুধু শ্যামাসঙ্গীত লেখেননি ইসলামি গানও লিখেছিলেন। ভগবানের বুকে পদচিহ্ন এঁকে দেবার কথা বলেছিলেন। বলেছিলেন, মানুষের হৃদয়ের থেকে বড় কোনও মন্দির-কাবা নাই। ইংরেজের বন্দীশালায় যেমন লাথি মারতে বলেছিলেন, তেমনই মন্দির মসজিদে হাতুড়ি শাবল চালাতে বলেছিলেন।

এমন কথা কারা বলে বলে বলুন তো? সব ধর্মকে জানব, তীব্র সমালোচনা করব, কিন্তু সব ধর্মের মানুষকে ভালবাসব… এমন কথা বলে সেকুরা। নজরুলের লেখা পড়তে গিয়ে যদি ছেলেপুলেরা সেকু, মাকু হয়ে যায়, তাহলে কী হবে?

নজরুল হলেন জ্যৈষ্ঠের ঝড়। বেশি কাছে গেলে সংঘের সব মতবাদ জীর্ণ পাতার মতো উড়ে যাবে। যদি সেই জীর্ণতাকে ঝেড়ে ফেলার সদিচ্ছা থাকে, তাহলেই নজরুল চর্চা করুন। নইলে রামা-শ্যামা-হনু-মনু নিয়ে যেমন আছেন থাকুন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.