ভোট এলেই প্রতিশ্রুতির ফোয়ারা। এ বছর বড় মাপের কোনও ভোট নেই। কিন্তু বাজেট তো ছিল। সেখানেও না হয় কয়েকপ্রস্থ প্রতিশ্রুতি হয়ে যাক। তবে কী কেন্দ্র, কী রাজ্য, প্রতিশ্রুতিগুলো কেমন বেমালুম বদলে যায়। এখন আর বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতি শোনা যায় না। স্মার্ট সিটি বা কালো টাকা ফিরিয়ে আনার কথাও শোনা যায় না। কখনও অযোধ্যা, কখনও মহাকুম্ভ দিয়ে মাতিয়ে রাখো। যদি তারপরেও কোনও প্রশ্ন ওঠে! তাহলে নেহরুর নামে চালিয়ে দাও। কী আশ্চর্য, দেশের বিরাট একটা অংশের মানুষ এইসব আফিম গিলেও চলেছেন।
রাজ্যেও প্রতিবছর ঘটা করে শিল্প সম্মেলন। বিনিয়োগের ভুরি ভুরি প্রতিশ্রুতি। স্বপ্নের পোলাও। ঘি ঢালতে বাধা নেই। নিয়োগ ঝুলে থাক, কারখানা হোক বা না হোক, আপনাকে বলতেই হবে, এগিয়ে বাংলা। ঋণের দায়ে জর্জরিত রাজ্যে প্রতিশ্রুতির বিরাম নেই। সবথেকে বড় কথা, গত চার বছর ধরে যিনি বাজেট পেশ করে চলেছেন, তিনি কিনা ক্যাবিনেটেই নেই। তিরিশজন ক্যাবিনেট মন্ত্রীর তালিকায় কিনা অর্থমন্ত্রীর ঠাইঁ হয়নি!
ফেব্রুয়ারি মাস যেমন বাজেটের, তেমনই নানা উৎসবেরও। কখনও সরস্বতী, তো কখনও ভ্যালেন্টাইন্স ডে, কখনও একুশে ফেব্রুয়ারি। কিন্তু এবার বাংলাদেশের যা পরিস্থিতি, একুশে উৎসব গৌণ হয়ে যাবে। ভাষার গৌরব নয়, ধর্মান্ধতার হুঙ্কারই যেন সেই দেশের পরিচয় হয়ে উঠছে। আর সেই অশান্তিকে মূলধন করে এপারেও উস্কানির বিরাম নেই। এর মাঝেই চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়া বিভিন্ন নিয়মিত ফিচার, বিনোদন, সাহিত্য, ভ্রমণ তো আছেই। সবমিলিয়েই এবারের পাঁচমিশেলি সংখ্যা। পড়ুন, সঙ্গে থাকুন।
*********
বেঙ্গল টাইমসের নতুন ই–ম্যাগাজিন।
পিডিএফ আপলোড করা হল। সঙ্গে দেওয়া হল ওয়েবলিঙ্ক। ক্লিক করলেই পড়া যায়। দ্রুত ডাউনলোড করে পড়ে ফেলুন।
ওয়েব লিঙ্ক
https://bengaltimes.in/wp-content/uploads/2025/02/BENGAL-TIMES.EKUSHE-FEBRUARY-ISSUE.pdf