প্রশান্ত বসু
কলকাতা সংস্কৃতির রাজধানী। শুধু আমাদের রাজ্যে নয়, সারা দেশেও সংস্কৃতির ক্ষেত্রে কলকাতার একটা আলাদা জায়গা আছে। সে সাহিত্য হোক বা সঙ্গীত, সিনেমা হোক বা নাটক।
সারা দেশের কাছে কলকাতার যে উজ্জ্বল ছবিটা তৈরি হয়েছে, বাঙালি হিসেবে আমরা অবশ্যই তার জন্য গর্বিত। কিন্তু একজন জেলার মানুষ হিসেবে মনে হয়, অতিরিক্ত কলকাতা নির্ভরতাটা বাংলাকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। জেলায় অনেক ভাল ভাল নাট্যদল আছে। কিন্তু নাটক মানেই যেন কলকাতা। গণমাধ্যমে কলকাতার নাট্য দলগুলিকে নিয়েই যত হইচই। কলকাতার শিল্পীরা সারা বাংলাজুড়ে, সারা দেশজুড়ে অনুষ্ঠান করে বেড়ান। অথচ, জেলার শিল্পীদের মধ্যে অনেক বেশি প্রতিভা থাকলেও তাঁরা যেন দুয়োরানী হয়েই থেকে যান। এবার আসি সিনেমার ক্ষেত্রে। প্রতি বছরই বেশ কয়েকটি ভাল মানের বাংলা ছবি মুক্তি পায়। কিন্তু জেলার দর্শকদরে সামনে সেগুলি দেখার কোনও উপায় থাকে না বললেই চলে। কয়েকটি বড় বড় শহরে মাল্টিপ্লেক্স আছে। গ্রাম বা ব্লক শহরের কথা তো ছেড়েই দিলাম। অধিকাংশ জেলা শহরেও মাল্টিপ্লেক্স নেই। পুরনো আমলের সিনেমা হলগুলো একটার পর একটা বন্ধ হয়ে পড়ে আছে।
সরকারি উদ্যোগে কি জেলাপিছু একটা করে ছোট সিনেমা হল বানানো যায় না? আপাতত না হয় জেলা সদর ধরে শুরু হোক। পরে না হয় সেটাকে মহকুমা স্তরে নিয়ে যাওয়া যাবে। আমার বিশ্বাস, ভাল মানের ছবি দেখতে জেলার দর্শকও নিশ্চয় হলে আসবেন। এমনকী বেসরকারি উদ্যোগকেও উৎসাহিত করা যেতে পারে। সরকারি তরফে কিছু ছাড় দিয়ে সেই সংস্থাগুলিকে বলা যেতেই পারে, আপনারা জেলায় জেলায় উন্নত মানের সিনেমা হল তৈরি করুন। একবার চালু হলে সংস্কৃতিপ্রেমী মানুষ ঠিকই সাড়া দেবেন। বাংলা ছবির বাজারও আরও প্রসারিত হবে। তখন প্রযোজকরাও ভাল ছবির জন্য আরও বেশি করে টাকা ঢালবেন। সবমিলিয়ে বাংলা ছবিরই উপকার হবে।