বেঙ্গল টাইমস।। ‌কিশোর সংখ্যা।।

কিশোর কুমারের জন্মদিনে বেঙ্গল টাইমসের কিশোর স্মরণ। নানা আঙ্গিক থেকে তুলে আনা হয়েছে বিভিন্ন অজানা দিক।
❏‌ মানুষের কাছে এত প্রিয়, রাষ্ট্রের কাছে কেন তিনি ব্রাত্যজন?‌
❏‌ একই গান, তিনিও গেয়েছেন, অন্যরাও গেয়েছেন। তাঁর গানটাই থেকে গেছে।
❏‌ কেন মুম্বই ছেড়ে পালাতে চেয়েছিলেন কিশোর কুমার?‌
❏‌ কেন কিশোরের কণ্ঠে হিন্দিতে রবীন্দ্র সঙ্গীত সারা দেশে ছড়িয়ে দেওয়া গেল না?‌
❏‌ কোন গান গেয়ে টাকা ফিরিয়ে দিয়েছিলেন?‌

এমনই নানা প্রশ্নের ঝাঁক। বিভিন্ন লেখায় তার উত্তর। ৩৫ পাতার ই ম্যাগাজিনটি আপলোড করা হল। নীচে ওয়েব লিঙ্কও দেওয়া হল। সেখানে ক্লিক করলেই পত্রিকাটি খুলে যাবে। চাইলে নীচে প্রচ্ছদেও ক্লিক করতে পারেন।

https://bengaltimes.in/wp-content/uploads/2024/09/BENGAL-TIMES.KISHORE-KUMAR-ISSUE.pdf

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.