বেঙ্গল টাইমস প্রতিবেদন: ভিটে পর্যটন? সেটা আবার কী? কৌতূহল হতেই পারে। কিন্তু এমনই এক অভিনব পর্যটনের কথা ভেবেছে আইআরসিটিসি।
এদেশের, বিশেষ করে এই বাংলার এমন অনেকেই আছেন, যাঁদের জন্ম–বেড়ে ওঠা বাংলাদেশে। অনেকে হয়ত জন্মেছেন এখানেই, কিন্তু বাবা–কাকাদের মুখে শুনেছেন বাংলাদেশের সেই গ্রামের কথা, ভিটেমাটির কথা। হয়ত শুনেছেন গোলা ভরা ধান, পুকুর ভরা মাছের কথা। যাব যাব করেও হয়ত যাওয়া হয়নি। এবার সেই সুযোগই এনে দিচ্ছে রেল।
দেশের এবং বিদেশের বিভিন্ন জায়গায় এর মধ্যেই প্যাকেজ ট্যুর চালু করেছে আইআরসিটিসি। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে বাংলাদেশও। এখন সেখানেই নির্বাচনী ব্যস্ততা। সরকারি কাজকর্ম প্রায় থমকে। নির্বাচন পর্ব মিটে গেলেই এই উদ্যোগ শুরু হবে। প্রাথমিকভাবে ট্রেনে নিয়ে যাওয়া হবে ঢাকা। মোটামুটি পাঁচ–ছ দিনের ট্যুর। থাকছে চট্টগ্রাম, কক্সবাজার ভ্রমণ। এছাড়াও ঝটিকা সফরে থাকছে নানা আকর্ষণীয় জায়গা ঘুরে নেওয়ার সুযোগ। এরই ফাঁকে থাকছে নিজের ভিটেমাটি দেখার সুযোগ।
কার কোথায় জন্মস্থান জেনে নিয়ে, আলাদা করে তাঁদের সেই জায়গায় ঘুরিয়ে আনার পরিকল্পনাও রয়েছে। সেক্ষেত্রে একই পরিবারের কয়েকজন হলে তাঁদের একসঙ্গে ঘুরিয়ে আনার খরচ তুলনামূলক কম। জন্মভিটের প্রতি মানুষের নস্টালজিয়াকে গুরুত্ব দিতেই পর্যটন প্যাকেজে এই ভিটে বিষয়টি যুক্ত করা হচ্ছে। রেল কর্তাদের আশা, অনেকরকম ভ্রমণের মাঝে এই ভিটে–প্যাকেজ একটা অন্য আবেগকে উস্কে দেবে। প্রবীণরা তো বটেই, পরের প্রজন্মকেও আকৃষ্ট করা যাবে। আপাতত সেই লক্ষ্যেই চলছে প্রস্তুতি।
(পর্যটন বিষয়ক নানা আকর্ষণীয় প্রতিবেদন থাকছে বেঙ্গল টাইমসে। সেইসঙ্গে ভ্রমণ সংক্রান্ত নানা আকর্ষণীয় লেখা। আপনারাও লিখতে পারেন। পাঠিয়ে দিন বেঙ্গল টাইমসের ঠিকানায়। ঠিকানা: bengaltimes.in@gmail.com)