বেঙ্গল টাইমস প্রতিবেদন: যখনই সুযোগ এসেছে, নিজেকে চিনিয়ে দিয়েছেন। এমনকি তাঁকে কেন্দ্র করেও যে ছবি তৈরি করা যায়, সেটাও দেখিয়ে দিয়েছেন পরান বন্দ্যোপাধ্যায়। কৌশিক গাঙ্গুলির তৈরি সেই ‘সিনেমাওয়ালা’র কথা দর্শক নিশ্চয় এত তাড়াতাড়ি ভুলে যাননি।
মফস্বলের এক সিনেমা হলের মালিক। হল বন্ধ। কিন্তু সেই বন্ধ হলকে ঘিরেই এক বৃদ্ধের বেঁচে থাকা, স্বপ্ন দেখা। শুধু হলকে নয়, আসলে তারই সঙ্গে সঙ্গে বাংলা সিনেমাকেও ভালবাসা। একদিকে তাঁর নস্টালজিয়া, অন্যদিকে পরবর্তী প্রজন্মের ভিডিও পার্লার— সবমিলিয়ে দুই প্রজন্মের সংঘাতটাও বড় বিশ্বাসযোগ্য করেই তুলে ধরেছিলেন কৌশিক।
এবার অবশ্য পরিচালক প্রণব মুখোপাধ্যায়। দীর্ঘদিন বাদে আবার ছবি করছেন এই অভিজ্ঞ পরিচালক। কেন্দ্রীয় চরিত্রে পরান বন্দ্যোপাধ্যা। বিষয় এবার কলের গান। ছবির নামও কলের গান। পুরনো হয়ে যাওয়া একটি গ্রামোফোন যন্ত্র আর হারিয়ে যাওয়া কিছু গান। এসব নিয়েই বেঁচে থাকেন প্রবীণ চন্দ্রকান্ত। সেই যন্ত্রটিকে ঘিরেই তাঁর বেঁচে থাকা। যন্ত্রকে ঘিরেই অবসর যাপন।
কিন্তু এই প্রায় অচল হয়ে যাওয়া যন্ত্রকে, এই নস্টালজিয়াকে, বুড়োর এই ‘বাড়াবাড়ি’কে কী চোখে দেখছে ছেলে–বউমা? নিশ্চয় এখানেও দুই প্রজন্মের সংঘাতের আবহ? এমন একটি বিষয়কেই বেছে নেওয়া হয়েছে। ছবিটি এখনও তেমন প্রচার পায়নি। কিছুটা নিশব্দেই শুটিং হয়েছে। নতুন বছরের শুরুতেই (৪ জানুয়ারি) ছবিটি পর্দায় আসছে। হয়ত খুব বেশি হলে চলবে না। হয়ত খুব বেশি পোস্টারও পড়বে না। তবু বয়স্ক মানুষদের কাছে এই ছবি কিছুটা হলেও হারানো দিন ফিরিয়ে দেবে।