বেঙ্গল টাইমস প্রতিবেদন: মরুভূমি ঘোরা হয়ে গেছে। পাহাড়ের বরফ দর্শনও হয়ে গেছে। এবার কাকাবাবুর ঠিকানা জঙ্গল। তাও এ দেশের নয়, একেবারে আফ্রিকার জঙ্গল। এবার পুজোয় কাকাবাবুর জঙ্গল অভিযান। সঙ্গে অবশ্যই সন্তু।
মিশর রহস্য, ইয়েতি অভিযান–এর পর এবার কাকাবাবুর প্রত্যাবর্তন। ছবির নামের সঙ্গেও জড়িয়ে গেলেন কাকাবাবু। পরিচালক সৃজিত মুখার্জি অনেক আগে থেকেই কাকাবাবুর ট্রিলজি করার কথা ভেবেছিলেন। যাত্রা শুরু হয়েছিল মরুভূমি দিয়ে। তারপর বরফের দেশে ইয়েতি অভিযান।
এবার বেছে নেওয়া হয়েছে ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ কাহিনীকে। লোকেশান হিসেবে বেছে নেওয়া হয়েছে কিনিয়া, দক্ষিণ আফ্রিকার মাসাইমারা। সেখানেই পাড়ি দেবেন কাকাবাবু, সন্তু। মে মাস থেকেই শুটিং শুরু হয়ে যাওয়ার কথা। পুজোর আগেই মুক্তি পাবে নতুন ছবি।
এ বছর পুজোয় সৃজিত সামনে এনেছিলেন ভাওয়াল সন্ন্যাসীকে। ‘এক যে ছিল রাজা’ ছবিটা বক্স অফিসে সাফল্য পেয়েছে। আগের বছর পুজোয় এসেছিল ইয়েতি অভিযান। অর্থাৎ, ঠিক দু বছর পর পর্দায় আবার ফিরে আসছেন বাঙালির প্রিয় চরিত্র কাকাবাবু।