সামনেই লোকসভা ভোট। বাম–কংগ্রেস জোট হবে কিনা, তা নিয়ে নানা মহলে নানা প্রশ্ন। দুই দলের নানা স্তরে আলোচনা চলছে। মিডিয়াতেও আলোচনা চলছে। আপনি জোটের পক্ষে নাকি বিপক্ষে? জোটের ভাল–মন্দ নিয়ে আপনারাও লিখতে পারেন। যুক্তি–সহ নিজের স্বাধীন মতামত মেলে ধরুন বেঙ্গল টাইমসে। জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতেও দেখতে পারেন, একেবারে বাংলার প্রেক্ষাপটেও দেখতে পারেন। এই নিয়ে একটা সুস্থ বিতর্ক চলুক। রোজ একটি বা দুটি নির্বাচিত লেখা প্রকাশিত হবে বেঙ্গল টাইমসে।
তবে এক দু লাইনের মন্তব্য নয়। লেখা পাঠাতে হলে, অন্তত আড়াইশো শব্দ লিখুন। সর্বাধিক পাঁচশো শব্দ।
লেখা পাঠানোর ঠিকানা: bengaltimes.in@gmail.com