বেঙ্গল টাইমস প্রতিবেদন: ভারতীয় ক্রিকেটের আবহে আরও এক বড় ঝড়ের অপেক্ষা। এবার বই লিখছেন শ্রীনিবাসন। তা প্রকাশিত হতে চলেছে ২৮ ডিসেম্বর। বইটির নাম ডিফাইং দ্য প্যারাডাইম। বইয়ের বিষয়বস্তু কী, তা সহজেই অনুমান করা যায়। বাণিজ্যিক কর্তা হিসেবে যেমন তাঁর কথা থাকবে, তেমনি ক্রিকেট কর্তা হিসেবেও নানা অজানা কথা উঠে আসবে। গত পঞ্চাশ বছরে তাঁর নানা কর্মকান্ডের কথা এই আত্মজীবনীতে তুলে ধরবেন প্রাক্তন বোর্ড সভাপতি।
সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর বোর্ডের ক্ষমতা থেকে আপাতত কিছুটা দূরে এই দোর্দন্ডপ্রতাপ কর্তা। কিন্তু এখনও যথেষ্টই প্রভাবশালী। এখনও আড়াল থেকে কলকাঠি নাড়ার ইচ্ছে প্রবল। কী থাকতে পারে তাঁর নতুন বইয়ে? নিশ্চিতভাবেই অনেক বিতর্ক উঠে আসবে। বিতর্ককে কোনওকালেই তেমন পরোয়া করেননি। কে কী বলল, কে কী ভাবল, এসব নিয়ে কোনওকালেই তেমন উদ্বেগ ছিল না। তাই এই বইয়েও অনেকটা সোজাসাপটা দেখা যাবে শ্রীনিবাসনকে। ভারতীয় ক্রিকেটের অজানা দিক যেমন থাকবে, তেমনি বোর্ড রাজনীতির অন্দরমহলের নানা কথাও উঠে আসবে।
সচরাচর মিডিয়ার সামনে তিনি আসেন না। খোলামেলা ইন্টারভিউতেও দেখা যায় না। ফলে, তাঁর জীবনের অনেক কিছুই আনটোল্ড। হয়ত তাঁর মতো করেই বলবেন। হয়ত নিজেকে মহান দেখাতে গিয়ে অন্যদের ছোট করবেন। এখানেও বিনয়ের ছিঁটেফোঁটা থাকবে না, ধরে নেওয়াই যায়। সবমিলিয়ে নতুন বইয়ে কী চমক থাকছে, তা জানার জন্য আর তিন–চার দিন অপেক্ষা করতেই হবে।