মিডিয়া সমাচার
বেঙ্গল টাইমস প্রতিবেদন: রাজ্যে চার নতুন মন্ত্রী শপথ নিলেন। একইদিনে নিশব্দে আরও একটি পরিবর্তন। এই সময়–এর নতুন সম্পাদক হলেন রূপায়ণ ভট্টাচার্য। কাগজে কোনও ঘোষণা নেই। আলাদা কোনও প্রতিবেদন নেই। প্রিন্টার্স লাইনে খুব ছোট্ট হরফে সম্পাদক হিসেবে দেখা গেল তাঁর নাম।
মূলস্রোত সাংবাদিকতা জীবন শুরু বর্তমান থেকে। তারপর দীর্ঘদিন আনন্দবাজারে। এই সময়ের জন্মলগ্ন থেকেই তিনি ক্রীড়া সম্পাদক। এবার আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরাসরি সম্পাদকের চেয়ারে।
ক্রীড়া সম্পাদক থেকে সম্পাদক হওয়ার নজির বাংলা সংবাদ জগতে আগেও রয়েছে। আজকালের ক্রীড়া সম্পাদক অশোক দাশগুপ্ত পরবর্তীকালে সম্পাদক হয়েছিলেন। রূপায়ণও হলেন। অবশ্য এটা হঠাৎ করে নেওয়া কোনও সিদ্ধান্ত নয়। গত একমাসেরও বেশি সময় ধরে অলিখিতভাবে তাঁকেই দায়িত্ব সামলাতে হয়েছে। কেন রাতারাতি সম্পাদক বদল করতে হল, সেই পটভূমিটা অনেকেরই জানা। সে সম্পর্কে আলোকপাত নিষ্প্রয়োজন। তবে, চার মন্ত্রীর শপথের চেয়ে এই সময়ের সম্পাদক বদলটা কোনও অংশে কম বড় খবর নয়। কিন্তু কাগজে জায়গা পেল না, এই যা।
(এই সময়–এর নতুন সম্পাদক রূপায়ণ ভট্টাচার্যর কাল্পনিক সাক্ষাৎকার। নিলেন নন্দ ঘোষ। প্রকাশিত হবে রবিবার। )