বরফে ঢাকল সান্দাকফু

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌ সুইৎজারল্যান্ডে যেতে হবে না। এমনকী পার্শ্ববর্তী রাজ্য সিকিমেও যেতে হবে না। এই রাজ্যের সান্দাকফুই ঢেকে গেল বরফের চাদরে। সেই ছবি নিমেশে ভাইরালও হয়ে গেল।

sandakfu1
রাজ্যের সর্বোচ্চ ভূখণ্ড সান্দাকফু। পর্যটনকেন্দ্র হিসেবে এখনও তেমন জনপ্রিয় হয়ে ওঠেনি। অনেকে মূলত ট্রেকিংয়েই ওঠেন। তবে বিশেষ গাড়িতেও ওঠা যায়। এখানে অবশ্য বরফ তেমন দুর্লভ নয়। একটু ঠান্ডা পড়লেই শীতের সময় বরফের দেখা পাওয়া যায়।
গত কয়েকদিনের লাগাতার ঠান্ডার রেশ পড়েছে সান্দাকফুর ওপরও। সকাল থেকেই বিভিন্ন রাস্তা বরফে ছেয়ে গেছে। যেন বরফের চাদর বিছিয়ে দেওয়া রয়েছে। বেশ কিছু পর্যটক রয়েছেন সান্দাকফুতে। তাঁদের কাছে এ যেন ঠান্ডা না চাইতেই বরফের হাতছানি।
আগামী কয়েকদিনে অনেকেই গন্তব্য বদলে ঘাঁটি গাড়তে চাইছেন সান্দাকফুতে। বড়দিনের পর্যটন মরশুমে সান্দাকফুতে ভিড় বাড়বে, এখনই হলফ করে বলা যায়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.