বেঙ্গল টাইমস প্রতিবেদন: ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটিতে এলেন সৌম্যদীপ সরকার। কোচবিহারের এই তরুণ ছাত্রনেতা আগেই এসেছিলেন দলের রাজ্য কমিটিতে। এবার তাঁকে আনা হল কেন্দ্রীয় কমিটিতে।
দুটো টার্ম ছাত্র ব্লকের রাজ্য সম্পাদক ছিলেন। গত বছর তাঁকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়। সেই হিসেবে তাঁর কেন্দ্রীয় কমিটিতে আসা কার্যত নিশ্চিত ছিল। সুবক্তা এবং দক্ষ সংগঠক হিসেবে নিজেকে তুলে এনেছেন তরুণ সৌম্যদীপ। বামফ্রন্টের বিভিন্ন সভায় দলের পক্ষ থেকে তাঁকেই বক্তা হিসেবে পাঠাতেন অশোক ঘোষ। ছাত্র সংগঠনের পাশাপাশি দলের মূল সংগঠনেও কার্যকরী ভূমিকা নিয়ে আসছেন এই তরুণ ছাত্রনেতা।
এত কম বয়সে একজনকে কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য হিসেবে এনে তারুণ্যের বার্তা দিতে চাইল ফরওয়ার্ড ব্লক। এবারের কেন্দ্রীয় সম্মেলনে এটাও অন্যতম তাৎপর্যপূর্ণ ঘটনা।