বেঙ্গল টাইমস প্রতিবেদন: এমন সুযোগ কিন্তু বারবার আসে না। চাইলে, আপনিও হতেই পারেন এই শহরের মেয়র পদপ্রার্থী। আপনি কাউন্সিলর নন। কখনও পাড়ার ভোটেও জেতেননি। এমনকী দাঁড়ানোর কথা ভাবেনওনি। দাঁড়াবেনই যখন, একেবারে সরাসরি মেয়র পদেই দাঁড়িয়ে যান। জিতুন, হারুন, যাই হোক। নিজেকে মেয়র পদপ্রার্থী তো বলতে পারবেন।
বিধানসভায় নতুন যে আইন আনা হয়েছে, তাতে কাউন্সিলর নন, এমন কারও মেয়র হতে কোনও বাধা নেই। ছ মাসের মধ্যে কাউন্সিলর হলেই হল। অর্থাৎ, ফিরহাদ হাকিমের যে স্ট্যাটাস, আপনারও সেই স্ট্যাটাস। কোনও একজন কাউসিলর আপনার নাম প্রস্তাব করলেই হল। সরাসরি ফিরহাদের সঙ্গে আপনার লড়াই। কাউন্সিলরের লড়াইয়ে নামলে কেউ জানতেই পারে না। কিন্তু সরাসরি মেয়রের জন্য লড়লে গোটা রাজ্য একডাকে আপনাকে চিনে যাবে। অন্তত কয়েকদিনের জন্য কাগজে ছবি, টিভিতে প্রচার কে আটকায়!
বিরোধী পক্ষের কোনও কাউন্সিলারকে একবার পাকড়াও করুন। তিনি যেন আপনার নামটা প্রস্তাব করেন। ব্যাস, তাহলেই হয়ে গেল। আগামী কয়েকদিন নিজেকে মেয়র পদপ্রার্থী তো বলতে পারবেন। আগামী কয়েকদিন কেন, সারাজীবনই বলতে পারবেন।