বেঙ্গল টাইমস প্রতিবেদন: পুজো কতরকম বার্তাই না বয়ে আনে! কারও কাছে পুজো মানে বেড়ানো, কারও কাছে পুজো মানে পুজো সংখ্যা, কারও কাছে প্যান্ডেলে ঘোরা। কিন্তু পুজো মানে তো নতুন ছবিও। গতবছরও পুজোর ঠিক আগেই মুক্তি পেয়েছিল একঝাঁক বাংলা ছবি। এবারও তাই। প্রায় হাফ ডজন ছবি অপেক্ষা করছে আপনার জন্য।
কী কী ছবি বেরোচ্ছে, একঝলক দেখে নেওয়া যাক। এবারের পুজোয় সবচেয়ে বড় চমক হতে চলেছে কৌশিক গাঙ্গুলির কিশোর কুমার জুনিয়র। কিশোরকণ্ঠী এক গায়ককে নিয়ে এই ছবি। রয়েছেন প্রসেনজিৎ। এই ছবি না দেখলে অনেককিছুই মিস করবেন।
সৃজিত মুখার্জির নতুন ছবিও আসছে আজই। ভাওয়াল সন্ন্যাসীর অন্তর্ধান ও ফিরে আসা নিয়ে ছবি— এক যে ছিল রাজা। কেন্দ্রীয় চরিত্রে যিশু সেনগুপ্ত। এছাড়াও আছেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত, জয়া এহসান। উত্তম কুমারের সন্ন্যাসী রাজার সঙ্গে অনেকটাই মিল পাওয়া যাবে।
পুজো মানেই ব্যোমকেশের অনিবার্য উপস্থিতি। এবার আসছে ব্যোমকেশ গোত্র। পরিচালক অরিন্দম শীল। ব্যোমকেশ ও অজিতের ভূমিকায় আবির–রাহুল। সঙ্গে সত্যবতী সোহিনী। গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন অঞ্জন দত্ত।
ওপেন টি বায়োস্কোপ, প্রজাপতি বিস্কুট— দুটো ছবিতেই জাত চিনিয়েছেন অনিন্দ্য চ্যাটার্জি। এবার শীর্ষেন্দুর কাহিনী নিয়ে তৈরি করেছেন মনোজদের অদ্ভুত বাড়ি। এখানেও রয়েছেন আবির। সাহিত্যধর্মী এই ছবিও হতাশ করবে না।
এখন থেকেই ভেবে নিন, কোন কোন ছবি দেখবেন। যদি সবগুলোই দেখা হয়, তার থেকে ভাল আর কী হতে পারে!