বেঙ্গল টাইমস প্রতিবেদন:
স্বাধীনতা দিবসেই এল খবরটা। অজিত ওয়াদেকার আর নেই। বযস হয়েছিল ৭৭। দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন। সেদিক থেকে এই চলে যাওয়াটা আকস্মিক নয়।
আইপিএল জমানায় অজিত ওয়াদেকারদের গুরুত্ব হয়ত অনেকেই ঠিকঠাক বুঝবেন না। ইংল্যান্ডে ভারত যখন পরপর দুই টেস্টে নাস্তানাবুদ, তখন তাঁর কথা একটু বেশি করেই মনে পড়ে। তিনিই প্রথম অধিনায়ক, যিনি বিদেশের মাটিতে ভারতকে জিরিজ জিতিয়েছিলেন। তাও আবার ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারিয়ে। সেই বছরই (১৯৭১) ইংল্যান্ডের মাটিতে গিয়ে হারিয়েছিল ইংল্যান্ডকে। সেই দলের নেতাও ছিলেন অজিত ওয়াজদেকার।
ভারতের প্রথম ওয়ান ডে খেলা, তাও ওয়াদেকারের নেতৃত্বেই। ৭৪ এ ইংল্যান্ডের কাছে সিরিজ হারার পর আচমকাই ক্রিকেটকে বিদায় জানান। পরিসংখ্যানের বিচারে দারুণ ব্যাটসম্যান, এমনটা হয়ত বলা যাবে না। কিন্তু জেন্টলম্যান ক্রিকেটার হিসেবে বরাবরই একটা সুনাম ছিল। এমনকী ভারতীয় দলের ম্যানেজার হিসেবেও বেশ সফল। তাঁর ও আজহারের জুটিতে একের পর এক জয় এসেছিল। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সাফল্যের বিচারে সফলতম ম্যানেজারও বলা যায়। নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন সুনামের সঙ্গেই।