আগস্টের প্রথম রবিবার। সারা বিশ্বেই পালিত হয় বন্ধুত্ব দিবস হিসেবে। গ্রিটিংস সংস্কৃতি ফিকে হয়ে এলেও ফেসবুক আর হোয়াটসঅ্যাপে নিশ্চিতভাবেই শুভেচ্ছার বন্যা বইবে।
বেঙ্গল টাইমসেও একটু অন্যভাবে দিনটিকে স্মরণ করবে। বন্ধুত্ব নিয়ে নানা আঙ্গিক থেকে থাকবে আকর্ষণীয় কিছু লেখা। থাকবে কিছু বিখ্যাত জুটির কথা।
বন্ধুত্ব নিয়ে আপনিও মেলে ধরতে পারেন আপনার ভাবনা। কিছু বন্ধুত্ব সময়ের সঙ্গে বদলে যায়। কিছু বন্ধু্ত্ব আবার আগের মতোই থেকে যায়। কিছু বন্ধুত্ব হারিয়ে যাওয়ার পরেও ফিরে আসে। এমনই নানা অনুভূতি নিয়ে উঠে আসবে বন্ধুত্বের কোলাজ।লেখা পাঠানোর ঠিকানা:
bengaltimes.in@gmail.com
বন্ধুত্ব দিবসে বেঙ্গল টাইমস
