বেঙ্গল টাইমস কোনও কর্পোরেট পরিচালিত পত্রিকা নয়। একেবারেই আমার, আপনার পত্রিকা। একে বাঁচিয়ে রাখা, এগিয়ে নিয়ে চলা আমাদের হাতেই।
রাজনীতি, সাহিত্য, খেলাধূলা, সিনেমা, ভ্রমণ সহ নানা আকর্ষণীয় বিভাগ। পাঠকের জন্যই উন্মুক্ত পরিসর। নানা বিষয়ে তাঁরাও লিখতে পারেন। মতামত দিতে পারেন। সমৃদ্ধ করতে পারেন।
সবাই একটু একটু করে এগিয়ে দিতে পারি এই পত্রিকাকে। এই পত্রিকার বিভিন্ন লেখাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পাঠকরাই মূল ভরসা। তাঁরাই লাইক করেন, নিজের ওয়ালে শেয়ার করেন। প্রয়োজনে বিভিন্ন গ্রুপে পোস্ট করেন। এভাবে বেঙ্গল টাইমসের হাজার হাজার লেখা ভাইরাল হয়ে যায়। এর জন্য কখনও ধর্মীয় সুড়সুড়ি দিতে হয়নি। বা যৌনতা–ধর্মী লেখার আশ্রয়ও নিতে হয়নি।
আগামীদেও এই সহযোগিতা চাই। এই গ্রুপকে আরও শক্তিশালী করুন। সমমনষ্ক বন্ধুদের এই গ্রুপের সঙ্গে যুক্ত করুন। কোনও লেখা ভাল লাগলে লাইক করুন, তাহলে আরও অনেকের কাছে সেই নোটিফিকেশন পৌঁছে যাবে। তাঁরাও আগ্রহী হতে পারেন। নিজের ওয়ালে শেয়ার করতে পারেন। এতে আরও বেশি মানুষের কাছে লেখাটি পৌঁছতে পারে।
কর্পোরেট সংস্থা আলাদা করে লোক রেখে এই লাইক, শেয়ার, গ্রুপ পোস্টিং নিয়ন্ত্রণ করে। আমাদের সেই সামর্থ্যও নেই, রুচিও নেই। বেঙ্গল টাইমসের চালিকাশক্তি তার পাঠকরাই। বারবার প্রযুক্তিগত নানা আঘাত এসেছে। তা সত্ত্বেও বেঙ্গল টাইমস তার নিজের মতো করে লড়াই চালিয়ে যাচ্ছে।
নানা বিষয়ে আপনারাও লিখুন। আপনাদের অনুভূতি মেলে ধরুন। সম্পাদনার নামে আপনার মতামতের ওপর স্টিম রোলার চালানো হবে না। ন্যূনতম যেটুকু সম্পাদনা প্রয়োজন, সেটুকুই করা হবে।
লেখা পাঠানোর ঠিকানা: bengaltimes.in@gmail.com