বেঙ্গল টাইমস প্রতিবেদন: আবার বাগানের পরিত্রাতা হয়ে এলেন টুটু বসু। নিজের পকেট থেকে দিলেন এক কোটি টাকা। অস্বস্তি থেকে আপাতত কিছুটা রক্ষা পেল মোহনবাগান।
ফেলে আসা মরশুমে অনেক ফুটবলারের বকেয়া রয়ে গেছে। আরও অনেক জায়গায় পেমেন্ট করা হয়নি। এই বকেয়ার পরিমাণ প্রায় সাড়ে তিন কোটি টাকা। এই মাসের মধ্যে ফুটবলারদের বকেয়া না মেটালে কোনও ফুটবলার ফিফা বা এএফসি–তে নালিশ জানাতে পারেন। সেক্ষেত্রে নানা সমস্যায় পড়তে হবে মোহনবাগানকে।
কর্তা এখনও ভেবে পাচ্ছেন না এত টাকা কোথা থেকে আসবে। এগিয়ে এলেন সেই পদত্যাগী প্রেসিডেন্ট টুটু বসু। সচিব অঞ্জন মিত্রকে ই মেল মারফত জানিয়ে দিলেন, তিনি এক কোটি টাকা দিচ্ছেন।
ক্লাবের নির্বাচন ঘনিয়ে আসছে। যদিও সভাপতি পদে কোনও নির্বাচন হয় না। নির্বাচিত প্রতিনিধিরা সভাপতি নির্বাচন করেন। এর আগেও যখনই ক্লাব বিপদে পড়েছে, এগিয়ে এসেছেন সেই টুটু বসু। চার বছরে ২৫ কোটি টাকার বেশি তার পকেট থেকেই বেরিয়ে গিয়েছে। এবারও সেই তিনিই এগিয়ে এলেন।