বেঙ্গল টাইমস প্রতিবেদন:
কিছুটা বোধ হয় চিন্তামুক্ত হলেন স্নাতকস্তরের ছাত্ররা। এবার থেকে একটি বা দুটি বিষয়ে ফেল করলেও বছর নষ্ট হচ্ছে না। পরের সেমেস্টারের সঙ্গে আগের বিষয়টি ফের পরীক্ষা দেওয়া যাবে। এমনই সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়।
১) কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা ১৪৮ কলেজে এই নিয়ম কার্যকর হবে।
২) ফেল করলে পরের সেমেস্টারের সঙ্গে পরীক্ষা দেওয়া যাবে। পুরানো সাবজেক্টে ক্লাস করতেও বাধা নেই।
৩) তিন বছরে ছটি সেমেস্টার। নতুন সেমেস্টারের পাশাপাশি পুরানো ব্যাক লগ ক্লিয়ার করতে হবে।
৪) স্নাতক ডিগ্রি পাওয়ার সর্বোচ্চ সময় পাঁচ বছর। তার মধ্যে সব সেমেস্টার ক্লিয়ার না করতে পারলে ডিগ্রি পাওয়া যাবে না।
৫) ৬ সেমেস্টারের পরেও যদি অনার্সে কেউ পাস না করেন, সেক্ষেত্রে আরও সুযোগ থাকছে। যে কোনও দুটি সেমেস্টার পুনরায় দেওয়া যাবে।