বেঙ্গল টাইমস প্রতিবেদন: বাঙালির জুটি বললেই এসে যায় উত্তর–সুচিত্রার কথা। মোমের মিউজিয়াম থেকে সরে গেল উত্তম–সুচিত্রার মূর্তি।
নিউটাউনে ইকো পার্কের উল্টোদিকে মাদার ওয়াক্স মিউজিয়াম। লন্ডনের মাদাম তুসোর আদলে তৈরি এই মিউজিয়ামে বসানো হয়েছে নানা জগতের দিকপালদের মূর্তি। সেই তালিকায় মৃতরা যেমন আছেন, তেমনি জীবিত কিংবদন্তিরাও আছেন। নেতাজি, দেশবন্ধু, গান্ধীজি, আম্বেদকরদের পাশাপাশি অমিতাভ বচ্চন, মিঠুন, শাহরুখদের ছবিও আছে। সেখানেই বসানো হয়েছিল উত্তম ও সুচিত্রার মূর্তি।
এই মূর্তি দুটিকে ঘিরে অনেকেরই আপত্তি ছিল। উত্তম কুমারের মুখের আদলের সঙ্গে মূর্তিটা একেবারেই মেলেনি। সুচিত্রার ছবি নিয়েও ক্ষোভ তৈরি হচ্ছিল দর্শকদের মধ্যে। তার ওপর এই গরমে মোম গলে যাচ্ছে। উত্তম কুমার যেন ঘর্মাক্ত। যেন ক্ষেতে চাষ করে বাড়ি ফিরলেন। সুচিত্রার সৌন্দর্য্য সেভাবে ধরা দেয়নি মূর্তিতে। সোশাল সাইটে নানা রকম সমালোচনা হচ্ছিল।
অবশেষে ওই মূর্তি দুটি আপাতত সরিয়ে দেওয়া হল। ফের শিল্পীর কাছে পাঠানো হয়েছে। হিডকোর তরফ থেকে জানানো হয়েছে, মূর্তি দুটি ঠিকঠাক করার পর আবার মিউজিয়ামে বসানো হবে।