দুর্গাপুর থেকে কলকাতা, বিমানে আসার যুক্তি আছে?‌

সরল বিশ্বাস

অণ্ডাল থেকে আবার ঘটা করে বিমান পরিষেবা চালু হয়ে গেল। বারবার বলা হচ্ছে, অণ্ডাল থেকে কলকাতা আসা অনেক সহজ হয়ে গেল। কেন জানি না, যুক্তি সায় দিচ্ছে না।
হ্যাঁ, অণ্ডাল থেকে দমদম আসতে হয়ত আধঘণ্টা সময় লাগবে। এই সহজ অঙ্কেই সবাই ধরে নিচ্ছেন সহজ হয়ে গেল। কিন্তু অঙ্কটা এত সহজও নয়। কতগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একটু তুলে ধরা যাক।।

১)‌ দুর্গাপুর থেকে অণ্ডাল আসতে গাড়ি ভাড়া করতে হবে। ভাড়া বাবদ বেশ ভালই টাকা খরচ হবে।
২)‌ দুর্গাপুরের মাঝামাঝি জায়গায় যদি কেউ থাকেন, তাঁর দুর্গাপুর শহর ছাড়াতেই আধঘণ্টা লেগে যাবে। অণ্ডাল ধরে নিন আরও আধঘণ্টা। সবমিলিয়ে বাড়ি থেকে বিমান বন্দর এক ঘণ্টা ধরেই রাখুন।
৩)‌ বিমান ছাড়ার প্রায় একঘণ্টা আগে পৌঁছতে হবে।
৪)‌ অর্থাৎ বিমান যদি সকাল নটায় ছাড়ে, আপনাকে আটটায় বিমানবন্দর পৌঁছতে হবে। তার মানে, সাতটায় বাড়ি থেকে বেরোতে হবে।
৫)‌ নানা কারণে বিমান দেরি হতেই পারে। আবহাওয়া খারাপ, সিগনালে সমস্যা, ইত্যাদি ইত্যাদি।

andal
৬)‌ ধরেই নিলাম, আধঘণ্টায় দমদম পৌঁছে গেল। এবার সেখান থেকে লাগেজ–‌টাগেজ নিয়ে বেরোতে বেরোতে ধরে নিন আরও প্রায় আধঘণ্টা।
৭)‌ দমদমে নামলেও আপনার কাজটা তো আর দমদমে নয়। কাউকে যেতে হবে টালিগঞ্জ, কাউকে বেহালা। দমদম থেকে আলাদা গাড়ি নিতেই হচ্ছে। অফিস টাইমে কত সময় লাগতে পারে?‌ ঘণ্টা দেড়েক বা ঘণ্টা দুয়েক। যদি ধর্মতলাও যেতে হয়, তাও প্রায় এক ঘণ্টা।
৮)‌ তাহলে, যে উড়ান নটায় ছাড়ল, সাড়ে নটায় পৌঁছল, আপনার গন্তব্যে পৌঁছতে সেই বারোটাই বেজে গেল।
৯)‌ এবার ভেবে দেখুন। আপনি বেরিয়েছেন সাতটায়। এতরকম ঝক্কি। এতবার লাগেজ তোলা, নামানো। শেষমেষ পৌঁছলেন সেই বারোটায়। কী লাভ হল?‌
১০)‌ টাকা বাঁচল?‌ সময় বাঁচল?‌ হয়রানি এড়ানো গেল?‌ টেনশন কমল?‌

এবার তাহলে ভেবে নিন, দুর্গাপুর থেকে কলকাতায় আসতে গেলে বিমানের ভরসা করবেন কিনা। তার থেকে সিটি সেন্টার থেকে ভলভো ধরা কি অনেক বেশি বুদ্ধিমানের কাজ নয়!‌ সাতটায় বেরিয়ে দশটার মধ্যে পৌঁছে যাবেন, সামনেই মেট্রো। কলকাতার নানা প্রান্তে সহজেই পৌঁছে যাবেন।

এরপরেও যদি কেউ বিমানে চেপে সেলফি তুলতে চান, সঙ্গে সঙ্গে ফেসবুক আপডেট দিতে চান, তারা চাপুন। গোটা কয়েক লাইক, কমেন্ট পড়বে। প্রাপ্তি বলতে এটুকুই।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.