বেঙ্গল টাইমস প্রতিবেদন
কলকাতায় বাঙালি রেস্তোরাঁর অভাব নেই। মাছ থেকে মাংস, পোলাও থেকে তরকারি, নানা আইটেম। কিন্তু দাম প্রায় আকাশছোঁয়া। তার ওপর বাড়িতে বসে অর্ডার দেওয়ার তেমন সুযোগ নেই।
গোটা কলকাতাজুড়ে এবার অভিনব আয়োজন। ঘরে ঘরে সুস্বাদু বাঙালি খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে বেঙ্গল ফুড ফ্যাক্টরি। মাস চারেক আগেই পরিষেবা চালু হয়ে গেছে। শহরের নানা প্রান্তে চালু হয়েছে আউটলেট। আগামী এক–দু মাসে আউটলেটের সংখ্যা আরও বাড়বে। নতুন বছরে বাঙালির কাছে অন্যতম সেরা উপহার।

খাবারের দাম কিছুটা অবাক করার মতোই। ভেজ থালি মাত্র ৪০ টাকা। নন ভেজ থালি মাত্র ৬০ টাকা। ডেলিভারি চার্জ মাত্র দশ টাকা। ফোন করলেই এক ঘণ্টার মধ্যে সুদৃশ্য প্যাকেটে পৌঁছে যাবে আপনার বাড়িতে। আগে থেকেও অর্ডার দিয়ে রাখতে পারবেন। ভেজ বা নন ভেজ থালি ছাড়াও আরও নানা আকর্ষণীয় আইটেম। মাছ, চিকেন, মাটন— সবকিছুই পাবেন। তবে চাইনিজ বা মোগলাই নয়, নিখাদ বাঙালিয়ানা। আপনার এলাকায় কোথায় কোথায় আউটলেট আছে, তাদের ফোন নম্বর কত, তা সংস্থার ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে।
বাংলা নতুন বছরে একবার চেষ্টা করেই দেখুন। নানা রেস্তোরাঁয় নানা আয়োজন। আপনি ঘরে বসেই পয়লা বৈশাখ সেলিব্রেট করুন।
www.bengalfoodfactory.com
http://bengalfoodfactory.com/outlet_infoকোথায় কোথায় আউটলেট, এখানে ক্লিক করলেই জানতে পারবেন।