বেঙ্গল টাইমস প্রতিবেদন: আত্মজীবনী তিনি কখনও লেখেননি। লেখায় বিশ্বাসও করেন না। বেশ কিছু সাক্ষাৎকারে বলেছেন, আত্মজীবনী লেখার মতো সময়ও নেই। তাছাড়া, আত্মজীবনী লিখতে গেলে অনেক অপ্রিয় কথা লিখতে হবে। যেগুলো এই বয়সে এসে না লেখাই ভাল।
কিন্তু আশি পেরিয়ে আসা সৌমিত্র চট্টোপাধ্যায়কে পাওয়া যাবে একটু অন্যভাবে। ঠিক আত্মজীবনী নয়। তবে অনেকটা আত্মজীবনীর মতো করেই। সংবাদ প্রতিদিন–এর কফিহাউস বিভাগে। প্রতি শনিবার জানা যাবে কিংবদন্তী অভিনেতার অনেক অজানা কথা। যাঁরা সৌমিত্রর জীবন নিয়ে খুঁটিনাটি খোঁজখবর রাখেন, তাঁরা হয়ত এর অনেকটাই জানেন। কিন্তু যাঁরা ততটা খোঁজ রাখেন না, যাঁরা অনুরাগী, তাঁদের কাছে অনেক না–বলা কথা পৌঁছে যাবে।
এর আগে কফিহাউস বিভাগে নিজেকে মেলে ধরেছিলেন প্রসেনজিৎ। সেই ফিচারের নাম ছিল বুম্বা, শট রেডি। যা পরবর্তী কালে বই হয়েও বেরিয়েছিল। উঠে এসেছিল অনেক অজানা দিক। সহ লেখক হিসেবে ছিলেন গৌতম ভট্টাচার্য। সৌমিত্রর ক্ষেত্রেও সহলেখক গৌতম ভট্টাচার্যই। থিয়েটার থেকে সাহিত্য, সহ অভিনেতা থেকে বিভিন্ন অভিনেত্রী, রাজনীতি থেকে আড্ডা। এমন অজানা দিক উঠে আসবে, আশা করাই যায়।