রাজ্য জুড়ে আপাতত পঞ্চায়েত ভোটের আবহ। আপাতত চলছে মনোনয়ন পর্ব। তারপর শুরু হয়ে যাবে জোরদার প্রচার। তারপর দেখতে দেখতে ভোটও হাজির হয়ে যাবে।
বেঙ্গল টাইমসে শুরু হচ্ছে নতুন বিভাগ— ভোট কর্মীর ডায়েরি। মূলত যেসব সরকারি/আধা সরকারি কর্মী এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন, তাঁদের ডায়েরি। ভোট করাতে গিয়ে নানা বিচিত্র অভিজ্ঞতা। সেগুলোই উঠে আসুক আপনাদের লেখায়।
আগামী একমাস এই বিভাগটা চলবে। একেবারে সাম্প্রতিক অভিজ্ঞতা হতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। দশ বছর বা কুড়ি বছর আগের স্মৃতিও অনায়াসে তুলে ধরতে পারেন।
ভাবুন। লিখে ফেলুন। পাঠিয়ে দিন বেঙ্গল টাইমসের ঠিকানায়।
bengaltimes.in@gmail.com