সন্তোষ ট্রফির ফাইনালে পৌঁছে গেল বাংলা। সেমিফাইনালে হারিয়ে দিল কর্নাটককে। হাওড়া ময়দানে দুপুরে বাংলার সামনে ছিল কর্নাটক। মূলপর্বের প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছিল বাংলা। ফাইনালে ওঠার ব্যাপারে বেশ আশাবাদী ছিল বাংলা শিবির। শুক্রবার শুরু থেকেই দাপট নিয়ে খেলল বাংলা। প্রথমার্ধ ছিল গোলশূন্য। বেশ কয়েকটি সুযোগ এলেও গোল হল না। দুটি গোলই দ্বিতীয়ার্ধে। একটি জিতেন মুর্মুর। একেবারে শেষমুহূর্তে দ্বিতীয় গোলটি তীর্থঙ্কর সরকারের।
অন্য সেমিফাইনালে কেরল হারাল মিজোরামকে। ফাইনালে কেরলের সামনে বাংলা। প্রসঙ্গত, গত বছর সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। এবার ঘরের মাঠেও ফের চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।