ময়ূখ নস্কর
বামিয়ানে যাননি বুদ্ধ, নন তিনি আফগান
তাই বলে কি করতে হবে মূতিটা তাঁর খানখান
লেনিন তো নন ভারতীয়, রাশিয়াতে কীর্তি।
তাই বলে কি ত্রিপুরাতে ভাঙবি তাঁহার মূর্তি
‘বিদেশিদের মূর্তি ভাঙো’ এটাই ওদের উক্তি।
তালিবানের যুক্তি এসব, তালিবানের যুক্তি
রাবণ রাজার বিপক্ষে রাম, রণংদেহী ভঙ্গি।
তাই বলে কি বলতে হবে শ্রীরামচন্দ্র জঙ্গি
লেনিনও তো অস্ত্র ধরেন, রাজাদের বিপক্ষে
তাই কি তিনি জঙ্গি হলেন রামপাঁঠাদের চক্ষে
লেনিন নাকি জঙ্গি ছিলেন, লেনিন নাকি জঙ্গি?
এসব কথা বলছে যারা, তালিবানের সঙ্গী