বেঙ্গল টাইমস প্রতিবেদন:
হালকা একটা সম্ভাবনা ছিল। ইস্টবেঙ্গলের সামনে ছিল। মোহনবাগানের সামনেও ছিল। কিন্তু আই লিগ এবারও অধরাই থেকে গেল। চ্যাম্পিয়ন হয়ে গেল মিনার্ভা পাঞ্জাব।
আগের ম্যাচে ইস্টবেঙ্গল জিতলে এত জটিল অঙ্ক তৈরি হত না। সেক্ষেত্রে আই লিগের দিকে অনেকটাই এগিয়ে থাকত লাল হলুদ বাহিনী। কিন্তু আইজনের সঙ্গে ড্র করে পরিস্থিতি জটিল করে তুলেছিল ইস্টবেঙ্গল। তারই মাশুল দিতে হল।
ঘরের মাঠে তাদের সামনে ছিল নেরোকো। এই ম্যাচে জিতলেই হত না, সেইসঙ্গে আরও দুটি অঙ্ক মিলতে হত। প্রথম অঙ্ক ছিল, মিনার্ভাকে হারতে হবে চার্চিলের কাছে। এই অপরিহার্য অঙ্কটি মেলেনি। তাই বাকি অঙ্কগুলো কাজে এল না।
ঘরের মাঠে নেরোকার বিরুদ্ধে পিছিয়েই পড়েছিল ইস্টবেঙ্গল। বিরতিতেও এক গোলে পিছিয়ে। দ্বিতীয়ার্ধে ডুডুর হেডে সমতা ফেরে। ওই ১–১ ফলেই সন্তুষ্ট থাকতে হল ইস্টবেঙ্গলকে। অন্য ম্যাচে মোহনবাগানও পয়েন্ট নষ্ট করল গোকুলামের কাছে। সেখানেও ফল ১–১।
ফলে, লিগ টেবিলে শীর্ষে থেকে গেল মিনার্ভা। দুইয়ে নেরোকা। তিনে মোহনবাগান। চারে ইস্টবেঙ্গল।