বেঙ্গল টাইমস প্রতিবেদন:
কথা ছিল, পশ্চিমবঙ্গ থেকে তিনি রাজ্যসভায় যাবেন। প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছিল। কিন্তু ফের উত্তরপ্রদেশ থেকেই রাজ্যসভায় যাচ্ছেন জয়া বচ্চন।
আগেও তিনি উত্তরপ্রদেশ থেকেই নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছিল। এবার সমাজবাদী পাটির যা বিধায়ক–সংখ্যা, তাতে একজনের বেশি রাজ্যসভায় পাঠানো সম্ভব ছিল না। সেই কারণেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল জয়াকে ঘিরে। উত্তরপ্রদেশ থেকে না পাঠানো হলে বাংলা থেকে তাঁকে পাঠানো হবে, মোটামুটি নিশ্চিত ছিল। মমতা তাঁকে এই রাজ্য থেকে পাঠাতে চেয়েছিলেন। জয়ারও সম্মতি ছিল।
কিন্তু অখিলেশ যাদব ফের জয়াপ্রদাকেই মনোনয়ন দিলেন। সূত্রের দাবি, এই নিয়ে মমতার সঙ্গে অখিলেশের কথাও হয়। মমতা নাকি অখিলেশকে বলেছিলেন, তুমি যদি একান্তই না পাঠাতে পারো, তাহলে আমরা বাংলা থেকে জয়াজিকে পাঠাব। অখিলেশ তাঁকে আশ্বস্ত করেন, সমাজবাদী পার্টি থেকে তাঁরা জয়াকেই ফের রাজ্যসভায় পাঠাবেন। ফলে, বাংলা থেকে জয়ার রাজ্যসভায় যাওয়ার আপাতত সম্ভাবনা রইল না।