একটি গান। তার আড়ালে লুকিয়ে আছে অনেক অজানা গল্প। গানটা হয়ত আমরা অনেকেই জানি। কিন্তু গল্পগুলো অজানা। সেই সব গান ও গল্প নিয়ে নতুন বিভাগ গানের গল্প।
বেশ কিছু গানের ব্যাপারে আলোকপাত থাকবে। পাঠকের জন্যও দরজা খোলা। তাঁরা এমন কাহিনি তুলে ধরতে পারেন। কোনও গানের পেছনে যদি অজানা কোনও কাহিনি আপনার জানা থাকে, লিখে পাঠান। আপনার লেখার মাধ্যমে তা অন্যদের কাছেও পৌঁছে যাক।
লেখা পাঠানোর ঠিকানা: bengaltimes.in@gmail.com