শুক্রবারেই এসে যাচ্ছে ভালবাসার বাড়ি

বইমেলা শেষ হচ্ছে রবিবার। তার দুদিন আগেই এসে যাচ্ছে ভালবাসার বাড়ি। একসঙ্গে যেন জোড়া উপহার। একটা শেষ হওয়ার আগেই আরেকটা দেখে ফেলুন। লিখেছেন বৃষ্টি চৌধুরি।

বাঙালি মেতে আছে বইমেলায়। কিন্তু এই বইমেলা শেষ হওয়ার আগেই এসে যাচ্ছে নতুন এক উপহার। শুক্রবারেই মুক্তি পাচ্ছে তরুণ মজুমদারের নতুন ছবি— ভালবাসার বাড়ি।
সাহিত্যধর্মী ছবিকে বরাবরই অন্য এক মাত্রা এনে দিয়েছেন তরুণ মজুমদার। এখন বয়স সাতাশি। কিন্তু এই বয়সেও চিন্তায়, চেতনায় সক্রিয়। ভেসে যাওয়ার গড্ডালিকা প্রবাহে এই নামটি যুক্ত হয়নি। নানা ভূষণ, নানা রত্ন, নানা শ্রী–‌র ভিড়ে এই নামটি হারিয়ে যায়নি।
প্রচেত গুপ্তর গল্প নিয়ে কয়েক বছর আগে করেছিলেন চাঁদের বাড়ি। যৌথ পরিবারের একসঙ্গে বেড়ে ওঠার গল্প। ভালবাসার বাড়িও আসলে ভালবাসার গল্প। এখানেও কাহিনিকার সেই প্রচেত গুপ্ত। একেবারেই অন্যরকম একটা চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। আলো ছবিতে একেবারেই অন্যরকমভাবে আবিস্কার করেছিলেন ঋতুপর্ণাকে। ঋতুপর্ণা বলতেই যে কয়েকটি শিল্পমনষ্ক ছবি উঠে আসে, সেই তালিকায় আলো একেবারেই সামনের দিকে। এই ছবিও হয়ত নতুন মাইলস্টোন হয়ে উঠতে পারে।
তরুণ মজুমদারের ছবি মানেই রবীন্দ্র সঙ্গীতের দুরন্ত উপস্থাপনা। আর কার ছবিতে রবীন্দ্র সঙ্গীত এভাবে ব্যবহার হয়েছে, তা নিয়ে গবেষণা চলতেই পারে। এই ছবিতে কীভাবে এসেছে রবি ঠাকুরের গান?‌ কয়েকটা দিন তো অপেক্ষা করতেই হবে।

bhalobasar bari

book-banner-strip

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.