বেঙ্গল টাইমস প্রতিবেদন
বাঁধভাঙা উচ্ছ্বাস কাকে বলে, অনেকবার দেখেছেন। তিন বছর আগে দল যখন আই লিগ জিতে ফিরেছিল, বিমানবন্দর থেকে ময়দান চত্বর পর্যন্ত নেমেছিল জনতার ঢল। একের পর এক সংবর্ধনা।
প্র্যাকটিসে, বড় ম্যাচে নানা সময়ে সেই উন্মাদনা উপচে পড়েছে। শনিবার প্র্যাকটিসে এসেও টের পেয়েছিলেন হৃদয়ের উষ্ণতা। কিন্তু আজ যেন অন্য এক চমক অপেক্ষা করছে সোনি নর্ডির জন্য। এই ম্যাচে তিনি খেলছেন না। দুদিন পরেই উড়ে যাবেন এই দেশ ছেড়ে। তার আগে সোনির নামে তৈরি হয়ে ২০ হাজার মুখোশ।
সবুজ মেরুন ফ্যান ক্লাবের সদস্যদের অভিনব উদ্যোগ। সবাই সোনির মুখোশ পরে মাঠে আসবেন। গ্যালারিতে থাকবেন হাজার হাজার সোনি। এমন দৃশ্য কলকাতা ময়দান কবে দেখেছে! হৃদয় উজাড় করা ভালবাসা কাকে বলে, দেশে ফেরার আগে দেখে যাবেন সোনি।