বেঙ্গল টাইমস প্রতিবেদন:
বাংলা আকাদেমি থেকে সরেই দাঁড়ালেন শাঁওলি মিত্র। অনেকদিন ধরেই বর্তমান সরকার সম্পর্কে মোহভঙ্গ হচ্ছিল। পরিকাঠামোর অভাবের কথা বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীকে জানিয়েওছিলেন। কিন্তু তারপরেও সমস্যার সমাধান না হওয়ায় সরে দাঁড়ালেন শম্ভু মিত্রের কন্যা।
পরিবর্তনের দাবিতে যে কয়েকজন বুদ্ধিজীবী সোচ্চার হয়েছিলেন, তাঁদের অন্যতম মুখ ছিলেন শাঁওলি মিত্র। পোস্টারে পোস্টারে ছেয়ে গিয়েছিল শহরের রাজপথ। মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী হন, তখন রেলের একটি বিশেষ কমিটির চেয়ারপার্সন করা হয়ে শাঁওলিকে। পরে তাঁকে বাংলা আকাদেমির সভাপতিও করা হয়।
কিন্তু শাঁওলি সভাপতি হলেও নানা সময়ে ছড়ি ঘুরিয়েছেন দলেরই কয়েকজন। সূত্রের দাবি, তাঁদের খবরদারিতে রীতিমতো বিরক্ত ছিলেন শাঁওলি। কর্মী নিয়োগ থেকে শুরু করে নানা পরিকাঠামোর ক্ষেত্রে সরকারের সহযোগিতা পাননি। উল্টো তাঁর উদ্যোগকে নানা সময় বাধা দেওয়া হয়েছে। গত বছরও বাংলা আকাদেমি থেকে ১২ টি বই প্রকাশিত হয়েছিল। এ বছর নতুন কোনও বইই হচ্ছে না। গবেষণা ও প্রকাশনার জন্য যোগ্য কর্মী চেয়েও বারবার প্রত্যাখ্যাত হয়েছেন।
সূত্রের দাবি, তৃণমূল শিবিরে যোগ দেওয়া এক কবি উঠে পড়ে লেগেছেন বাংলা আকাদেমির শীর্ষে বসার জন্য। শাঁওলি সরে যাওয়ার পর তিনি ফের আসরে নেমেছেন। সাংস্কৃতিক মহলের খবর, এবার হয়ত সেই কবিকেই বসিয়ে দেওয়া হবে আকাদেমির মাথায়।