
প্রকাশিত হল বেঙ্গল টাইমসের দীপাবলি বিশেষ সংখ্যা। সাহিত্য, সিনেমা, খেলা, রাজনীতি, ভ্রমণসহ নানা আকর্ষণীয় বিভাগ। ৬২ পাতার ই ম্যাগাজিন। পিডিএফ ফাইলে আপলোড করা আছে। ডাউনলোড করলেই অনায়াসে পড়তে পারবেন। কভারের লিঙ্কে ক্লিক করলেই আপনার সামনে খুলে যাবে নতুন এই সংস্করণ। ওয়েবসাইটের ডানদিকেও লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকেও পড়তে পারেন। পড়া শুরু করুন। মতামত জানান।
