অনেক পুজো সংখ্যা বাজারে হাজির। হয়ত অনেকের পড়াও হয়ে গেছে। সীমিত সামর্থ্য নিয়ে হাজির হচ্ছে বেঙ্গল টাইমসও। অন্যান্য বছরের মতো এবছরও থাকবে আকর্ষণীয় শারদ সংকলন। প্রস্তুতি চলছে জোরকদমে।
সাহিত্য বিভাগ তো থাকছেই। সেই সঙ্গে রাজনীতি, সিনেমা, খেলা, ভ্রমণও থাকছে। কিছু লেখা আমন্ত্রিত। তবে পাঠকদের জন্যও দরজা খোলা। চাইলে এখনও সিনেমা, খেলা বা ভ্রমণ বিষয়ক লেখা পাঠাতে পারেন। শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। দ্রুত লেখা পাঠান bengaltimes.in@gmail.com এই ঠিকানায়।।
বেঙ্গল টাইমস শারদ সংকলন
