সুমিত চক্রবর্তী
এবার কলকাতাতেও এসে গেল বাইক ট্যাক্সি। আপাতত চলবে নিউটাউন ও সল্টলেক এলাকায়। ২ কিমির ভাড়া মাত্র ২০ টাকা। তারপর কিলোমিটার পিছু বাড়বে পাঁচ টাকা। একনজরে দেখে নেওয়া যাক বাইক ট্যাক্সি সম্পর্কে জরুরি কিছু তথ্য।
১) ৯৮৩৬২১৫৫৫১ নম্বরে ফোন করে ডাকতে পারেন বাইক। অর্থাৎ, ওলা বা উবেরের মতো আপনার স্মার্টফোন থাকা বাধ্যতামূলক নয়।
২) যাঁদের স্মার্টফোন আছে, তাঁরা kbiketaxi.com ওয়েবসাইটে গিয়েও ডাকতে পারেন। সেখান থেকে অ্যাপ ইনস্টল করতে পারেন।
৩) ন্যূনতম ভাড়া কুড়ি টাকা। যেতে পারেন ২ কিমি পর্যন্ত। পরে কিলোমিটার পিছু বাড়বে পাঁচ টাকা।
৪) আপাতত সল্টলেক, নিউটাউন এলাকাতেই মূলত দেখা যাবে। বিধান নগর পুর এলাকা থেকে সর্বোচ্চ পাঁচ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এই বাইক ট্যাক্সি।
৫) একজন যাত্রী বসতে পারবেন। তাঁকে হেলমেট পরতেই হবে। হেলমেটের সঙ্গে দেওয়া হবে ইউজ অ্যান্ড থ্রো ক্যাপ।
৬) সকাল ৮টা থেকে রাত ৮টা। বারো ঘণ্টা পাওয়া যাবে এই পরিষেবা।
৭) বাইকের গতি সর্বোচ্চ ৪০ কিমি, রাখতে হবে প্যানিক বাটন, নিকটবর্তী থানায় বাইক চালক সম্পর্কে থাকবে বিস্তারিত তথ্য।
৮) মহিলারাও যেন চড়তে পারেন, সেই কথা ভেবে মহিলা স্কুটিও নামানো হচ্ছে। সেখানে বাইক চালাবেন মহিলারাই। তাঁদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
৯) আগামীদিনে বিভিন্ন পর্যটনকেন্দ্র ও জেলাতেও থাকবে এই পরিষেবা।
১০) চালকরা আপাতত পাবেন মাসে ৯ হাজার টাকা। আগামীদিনে যাত্রীদের যেমন সুবিধা, তেমনি চালকদের জন্যও থাকছে কর্মসংস্থানের নতুন সুযোগ।