দেশের প্রথম ক্রীড়া গবেষক আজকের নগরপাল

সোহম সেন
কলকাতার নতুন নগরপাল কে ? এই উত্তরটা এখন আর অজানা নয়। রাজীব কুমারের পরিবর্তে সৌমেন মিত্র শহরের নতুন পুলিশ কমিশনার। তিনি কত সালের আই পি এস, এর আগে কোন কোন দায়িত্বে ছিলেন, তাও বিভিন্ন কাগজে বেরোচ্ছে।
কিন্তু আরও একটি অজানা দিক রয়ে গেছে। তিনিই এই দেশের প্রথম ক্রীড়া গবেষক। তাঁর আগে খেলাধূলা নিয়ে নিজের মতো করে অনেকেই গবেষণা করেছেন। কিন্তু কোনও বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাতিষ্ঠানিক গবেষণায় তিনিই পথপ্রদর্শক।

soumen mitra
প্রথমে ইতিহাসে এম এ করেন। এম ফিল-এর বিষয় হিসেবে বেছে নেন কলকাতার ফুটবলকে। উপনিবেশিক সময়ে কলকাতার ফুটবল- এই ছিল তাঁর গবেষণার বিষয়। আটের দশকে এই নিয়ে ইংরাজিতে একটি বইও লেখেন। ভারতীয় ফুটবলের অনেক অজানা দিক উন্মোচিত হয় তাঁর সেই বইয়ে।
তারপর আই পি এস পরীক্ষায় উত্তীর্ণ হন। একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কিন্তু ফুটবল প্রেম হারিয়ে যাওয়ার নয়। পুরানো সেই প্যাশন থেকেই কলকাতা ফুটবলের নানা খোঁজখবর রাখেন। ভাবমূর্তি সাম্প্রতিককালের পূর্বসূরীদের থেকে অনেকটাই আলাদা। নয়ের দশকে বা তার পর আরও কেউ কেউ খেলাধূলা নিয়ে গবেষণা করেছেন। এই বাংলাতেই বোরিয়া মজুমদার, কৌশিক বন্দ্যোপাধ্যায় বা শুভ্রাংশু রায়রা পিএইডি করেছেন খেলাধূলার উপর। অনেকে এম ফিলও করেছেন ফুটবল নিয়ে। কিন্তু আটের দশকে পথ দেখিয়েছিলেন এই সৌমেন মিত্রই।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.