সারদায় ফের সক্রিয় হবে সিবিআই!‌

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌ আবার নড়েচড়ে বসতে পারে সিবিআই। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য নাকি তদন্ত প্রক্রিয়া কিছুটা থমকে ছিল। এই সময়ে কাউকে জেরা বা গ্রেপ্তার করলে অন্যরকম বার্তা যেতে পারে। এই ভেবে সিবিআই–‌কে কিছুটা নিষ্ক্রিয় রাখা হয়েছিল, এমনই ব্যাখ্যা রাজনৈতিক মহলে।

cbi1
উত্তর প্রদেশে এসেছে আশাতীত জয়। উত্তরাখণ্ডেও সরকার গড়তে সমস্যা নেই। গোয়া ও মণিপুরে পিছিয়ে থেকেও সরকার গঠন হয়ে গিয়েছে। এখন অনেকটাই চাপমুক্ত বিজেপি। রাজ্য নেতৃত্ব বারবার দাবি জানাচ্ছিলেন, তৃণমূলকে চাপে রাখতে হলে সারদা ও রোজভ্যালি তদন্তে আরও গতি আনতে হবে। কেন্দ্রীয় নেতৃত্ব নাকি আশ্বস্ত করেছিলেন, ভোটের পর তদন্তে গতি আসবে। আপাতত বাংলায় সংগঠনকে আরও জোরদার করার লক্ষ্যে বিজেপি। বিরোধী ভোট যেমন নিজেদের দিকে আনতে চাইছেন, পাশাপাশি শাসকদের শিবিরেও থাবা বসাতে হবে। তদন্তে ঢিলেমি দিলে সমর্থনের রাশ আলগা হয়ে যেতে পারে, এমন বার্তাই দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.