বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ কেউ এসেছেন আগেরদিন রাতে। কেউ এসে গেছেন একেবারে কাকভোরেই। আবার কেউ বেরিয়েছেন সেই ভোরে।
নানা স্রোত, নানা পথ এসে মিশছে ব্রিগেডের জনসমুদ্রে। কত লোকের জমায়েত হতে পারে? বছরের শেষ রবিবার জনসমুদ্রের চেহারা দেখতে চলেছে মহানগর। বাম নেতৃত্বের দাবি, অন্তত দশ লাখ মানুষ আসছেন।
ভোর থেকেই ভিড় দেখা গেছে ব্রিগেডে। অনেকে আগের রাতে শহরে পৌঁছে সরাসরি এসে গিয়েছিলেন ব্রিগেডেই। সেখানেই অনেকে রাত কাটিয়েছেন। বিভিন্ন শিবির করা হয়েছে। সেখানেও ভিড় বেশ ভালই। ভোরে শিয়ালদা ও হাওড়া স্টেশনে বিভিন্ন প্রান্ত থেকে এল বোঝাই করা ট্রেন। সমাবেশের জন্য নিজেদের উদ্যোগে আলাদা ট্রেন ভাড়াও করেছিলেন বাম নেতৃত্ব।
মোট ৯ টি রুট দিয়ে ব্রিগেডে আসছেন বাম কর্মীরা। নবান্ন অভিযান ও লালবাজার অভিযানে পুলিশ লাঠি চালিয়েছিল। এক্ষেত্রে যেন কোনও রকম প্ররোচনা না তৈরি হয়, সতর্ক বাম নেতৃত্ব। প্রশাসনও সতর্ক, যেন কোনও অঘটন না ঘটে।
সকাল দশটা। শিয়ালদা স্টেশনে একের পর এক ট্রেন ঢুকছে। মিছিল করে বেরোচ্ছেন বাম-জনতা। হাওড়া স্টেশনের ছবিটাও একইরকম। কোনও মিছিল আসছে সাঁতরাগাছি থেকে, কোনওটা আসছে শ্যামবাজার থেকে। সব মিছিলের ঠিকানা একটাই- ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, মানুষের মহাসমুদ্র।