বেঙ্গল টাইমস প্রতিবেদন: নির্বাচন পর্ব শেষ। এবার নতুন সভাপতি বেছে নেওয়ার পর্ব। মোহনবাগানের সভাপতি হতে চলেছেন গীতানাথ গঙ্গোপাধ্যায়। ক্লাবসূত্রের খবর, আপাতত তাঁকেই সভাপতি হিসেবে বেছে নেওয়া হবে। আগামী বছর সচিব থেকে সভাপতি হয়ে যেতে পারেন টুটু বসু। সেক্ষেত্রে ক্লাবের নতুন সচিব হবেন সৃঞ্জয় বসু।
মোহনবাগানের সংবিধান অনুযায়ী, সভাপতি পদে সরাসরি নির্বাচন হয় না। এক্ষেত্রে সদস্যদের মতামত তেমন গুরুত্বপূর্ণ নয়। নির্বাচিত কর্মসমিতি বেছে নেয় নতুন সভাপতিকে। এভাবেই এতদিন টুটু বসু সভাপতি হয়ে এসেছেন। কোনও কোনও মহল থেকে দাবি উঠছে, বিদায়ী সচিব অঞ্জন মিত্রকে সভাপতি করা হোক। মন্ত্রী সুব্রত মুখার্জি বা প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামীর নামও এই সম্ভাব্য তালিকায় আছে। তবে ক্লাবের একটি অংশ মনে করছে, স্টপ গ্যাপ সভাপতি হেসেবে প্রবীণ আইনজীবী গীতানাথ গাঙ্গুলিকেই বেছে নেওয়া হতে পারে।