রাষ্ট্রপুঞ্জের প্রদর্শনীতে সত্যজিৎ রায়

মৌতান ঘোষাল

এবার রাষ্ট্রপুঞ্জের  প্রদর্শনিতে জায়গা পেল সত্যজিত রায়ের পোট্রেট। ইউনাটেড নেশনস ২০১৫’র ‘times of  global action’ ক্যাম্পেইনিং-এর  প্রাথমিক বক্তব্য পৃথিবীর জলবায়ুর সামগ্রিক পরিবর্তন  এবং আবহাওয়ার অস্থির গতিবিধি সম্পর্কে মানুষকে অবিহিত করা হলেও তাঁর সঙ্গেই থাকছে “The Transformative power of Art” শীর্ষক এক প্রদর্শনী যেখানে বিশ্বের এমন ১৬জন মানুষের ছবি থাকছে যাঁরা তাঁদের কর্মের মধ্যে দিয়ে মানব সভ্যতাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছেন। সত্যজিৎ রায়ের পাশাপাশি ফ্রান্সের এডগার মরিন, ইরানের ফতেমা মোতামেদ আর্য্য, পাকিস্তানের নোবেল জয়ী মালালা ইউসুফজাইর মতো ব্যক্তিত্বদের ছবি থাকছে।

satyajit  roy

 

বিশ্ব জুড়ে শিল্প মানুষের মধ্যে সেতু বন্ধনে সাহায্য করে, আর রাজনীতি মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে -“The Transformative power of Art” শীর্ষক প্রদর্শনিীর মুল বক্তব্য এটাই। আর এখানেই বিশ্বের ১৬জন  মননশীল ব্যক্তির মধ্যে স্থান পেয়েছেন বিশ্ববরেণ্য চলচিত্র পরিচালক  সত্যজিৎ রায়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.