বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ আমাদের অনেকেরই অভ্যেস, রাতে ফোনে চার্জ দিয়ে ঘুমোতে যাই। ভাবি, এতে ফুল চার্জ হয়ে যাবে। সকালে আর সমস্যায় পড়তে হবে না।
কিন্তু প্রযুক্তি বিশারদরা জানাচ্ছেন, এটি সম্পূর্ণ ভুল পদ্ধতি। সারারাত ফোনে চার্জ হলে ব্যাটারির মারাত্মক ক্ষতি হয়। কারণ ফুল চার্জ হয়ে যাওয়ার পরও যদি চার্জ দেওয়া হয়, সেক্ষেত্রে ব্যাটারি বেশিদিন চলে না। যদি রাতে চার্জ দিতেও হয়, তাহলে চার্জ হওয়ার পর কানেকশন অফ করে তারপর ঘুমোতে যান।
২) আরও একটি বিষয়ে বিশেষজ্ঞরা সতর্ক করছেন। আমরা মনে করি, ফুল চার্জ দেওয়া হলে আর চিন্তা নেই। কিন্তু তাঁদের মতে, ফুল চার্জ না দেওয়াই ভাল। চার্জ ফুল হওয়ার আগেই কানেকশন অফ করতে পারলে আরও ভাল হয়।
৩) অনেকের ধারনা, দিনে বেশিবার চার্জ দিতে নেই। এটিও ভুল একটি ধারণা। আপনি বারবার চার্জ দিতে পারেন। ধরা যাক, পঞ্চাশ শতাংশ ব্যাটারি আছে। এই অবস্থায় চার্জে বসিয়ে নব্বই শতাংশে নিয়ে যেতে পারেন।
এই নিয়মগুলি মেনে চললে ব্যাটারি অনেকদিন চলবে। এমনটাই দাবি বিশেষজ্ঞদের।