সংহিতা বারুই
যা টাকা তোলার, এই সময় তুলে রাখুন। নইলে নানা সমস্যায় পড়তে পারেন। আগামী কয়েকদিন ব্যাঙ্ক সংক্রান্ত ব্যাপারে নানা ভোগান্তির জন্য তৈরি থাকুন। এমনকি যার উপর পরম নিশ্চিন্তে থাকেন, সেই এটিএম পরিষেবাও থাকবে কিনা, বলা মুশকিল।
আজ ছিল রাম নবমী। তাছাড়া, শনিবার এমনিতেই হাফ ডে। কাল তো রবিবার । এরপর ৩০ -৩১ ব্যাঙ্ক খোলা থাকবে, কিন্তু বর্ষশেষের হিসাবের ব্যস্ততায় পরিষেবা ঠিক-ঠাক হবে না । যে কাজটা পাঁচ মিনিটে হতে পারত, তার জন্য তিন চার ঘণ্টাও দাঁড়াতে হতে পারে। ১ এপ্রিল বর্ষ শেষের হিসেবের জন্য সরকারিভাবে ব্যাঙ্ক ছুটি। ২ এপ্রিল মহাবীর জয়ন্তী । ৩ এপ্রিল শুক্রবার গুড ফ্রাইডে । শনিবার অর্ধদিবস এবং তার পরে রবিবারের ছুটি । স্বাভাবিক কাজ শুরু হবে সেই সোমবার, ৬ ই এপ্রিল থেকে ।
ফলে গ্রাহকদের যে ভোগান্তি হবে, তা বলার অপেক্ষা রাখে না ।এ টি এম এর উপর যাঁদের ভরসা তাদের জানিয়ে রাখি, এখানেও বিশেষ সুবিধা পাবেন না । ছুটির দু -এক দিনের মধ্যে টাকা শেষ হয়ে যাবে । মাসের প্রথমে এমনিতেই টাকার চাহিদা বেশি থাকবে । আর পুনরায় টাকা পূরণ করার কেউ থাকবে না।
এত গেল দৈনন্দিন সাধারণ গ্রাহকদের কথা। জরুরি পরিষেবা গুলোর কি হবে ? হাসপাতালে ভর্তি করানো, দেশি – বিদেশি পর্যটকদের ক্ষেত্রে সমস্যা হবে আরও বেশি। বেশির ভাগ পর্যটকই ভরসা করেন এ টি এমে। কিন্তু বাইরে গিয়ে যদি দেখেন, টাকা নেই, তখন সমস্যায় পড়তে পারেন। তাই বেশি ঝুঁকি না নেওয়াই ভাল। কোথাও কোথাও হয়ত এটিএমে টাকা পাওয়া যাবে। কিন্তু অনেক জায়গায় নাও পেতে পারেন। এমনকি ৬ এপ্রিল এটিএম চালু হলেও সেদিন চাহিদা বেশিই থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন লেগে যেতে পারে। তাই আগাম টাকা তুলে রাখুন, সেটাই বুদ্ধিমানের কাজ।