বেঙ্গল টাইমস প্রতিবেদন: লালুর সঙ্গে আগেই হাত মিলিয়েছিলেন নীতীশ কুমার। এবার তারা এক দলেই মিশে যাচ্ছে। সেই সঙ্গে মুলায়ম সিং যাদব, এইচ ডি দেবগৌড়া, ওমপ্রকাশ চৌতালাও হাত মেলালেন। মিলে গেল জনতা পরিবার।
আপাতত ৬ টি পৃথক দল মিলে তৈরি হচ্ছে নতুন দল। দলের চেয়ারম্যান হতে চলেছেন মুলায়ম সিং যাদব। তবে দলের প্রতীক বা স্লোগান এখনও চূড়ান্ত হয়নি। লালু প্রসাদ যাদবের দাবি, দ্রুত স্লোগান আর সিম্বল তৈরি হয়ে যাবে। বিজেপি মাত্র ৩১ পারসেন্ট ভোট পেয়ে বিজেপি। আর বিজেপি বিরোধী শিবিরে রয়েছে ৬৯ পারসেন্ট। সেই সব ভোটকে এক জায়গায় আনতে হবে। জনতা পরিবার এক হয়ে সেই কাজটা শুরু করল। অন্য দলগুলি এবার সেই চেষ্টা করুক।