বেঙ্গল টাইমস প্রতিবেদন: আবার নতুন চমক শিবপ্রসাদ–নন্দিতা জুটির। এবার তাঁরা পর্দায় আনছেন বেলা শুরু। বছর তিনেক আগে মুক্তি পেয়েছিল বেলা শেষে। ছবিটি দারুণভাবে সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। সৌমিত্রর উল্টোদিকে ছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত। ঘরে–বাইরের সেই পুরনো জুটি।
আবার সেই জুটিই ফিরে আসছে শিবপ্রসাদ–নন্দিতাদের ছবিতে। আগের ছবির মতোই এই ছবিতেও থাকছেন ইন্দ্রাণী দত্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিত আড্ড, খরাজ মুখার্জি, শঙ্কর চক্রবর্তীরা। বলা যায়, পুরো টিমটাকেই আবার দেখা যাবে নতুন ছবিতে। আউটডোরে এবারও শান্তিনিকেতন। সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশ।
নভেম্বরেই কাজ শুরু হয়ে যাওয়ার কথা। ছবির কাহিনী কী বা কবে মুক্তি পাবে, সে ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি। জানু্য়ারিতেই মুক্তি পাচ্ছে তাঁদের ছবি কণ্ঠ। টলিউড সূত্রের খবর, বেলা শুরু মুক্তি পেতে পারে বাংলা নতুন বছরে।