বৃষ্টি চৌধুরি
ছোট্ট একটি খবর। অনেক কাগজে আছে, অনেক কাগজে নেই। থাকলেও অনেকের নজর পড়েনি। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চেন্নাইয়ে জয়ললিতার শেষকৃত্যে হাজির থাকতে চেয়েছিলেন। বিমানে রওনাও হয়েছিলেন। কিন্তু আবার দিল্লি ফিরে আসতে হয়। বিমানে যান্ত্রিক ত্রুটি ছিল। বিমান তখন চেন্নাইয়ে নামতে পারেনি। আবার ফিরে আসতে হয়। পরে আবার তাঁকে নিয়ে বিমানটি চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়ে যায়।
আপাতভাবে খুব নিরীহ একটি খবর। তাই চ্যানেলে বা কাগজে বিশেষ জায়গা পায়নি। ভেবে দেখুন, দেশের রাষ্ট্রপতি যাচ্ছেন, সেই বিমানে যান্ত্রিক ত্রুটি। সেই বিমান ফিরে এল। তিনি এটিকে বেশ স্বাভাবিক ঘটনা বলেই মেনে নিয়েছেন। এই নিয়ে তিনি কোথাও টুইট করেননি। কোনও হইচই করেননি। খুনের চক্রান্ত বলে বাজার গরম করেননি। একে তাকে চিঠি লিখে তদন্ত দাবি করেননি। সংসদে তাঁর হয়ে কেউ হইচই করেননি। পাইলটের নামে খুনের চেষ্টা বা অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা করেননি।
আপাতত দুটি অনুচ্ছেদই থাক। আর কিছু না লেখাই ভাল। যাঁরা যা বোঝার, বুঝে নিন।