শতফুল বিকশিত হোক। গণতন্ত্রে সেটাই কাম্য। নানা বিষয়ে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। খোলা মনে তা নিয়ে বিতর্ক হতেই পারে।
এই বিতর্কে কিছু লেখা থাকবে আমন্ত্রিত। আপনারাও অংশ নিতে পারেন। একই বিষয়ের উপর পক্ষে ও বিপক্ষে বেশ কিছু লেখা ছাপা হবে। অভ্র সফটওয়্যারে লেখা পাঠালে সম্পাদনার কাজে সুবিধা হয়। শব্দ সংখ্যা ২৫০ থেকে ৩০০।
এবারের বিতর্কঃ
বিধানসভার ভেতরেও কণ্ঠরোধ, চলছে প্রহসন
পক্ষে বা বিপক্ষে আপনার মতামত পাঠান ২০ অক্টোবরের মধ্যে। নির্বাচিত লেখাগুলি প্রকাশিত হবে ২২ নভেম্বর।