বিতর্ক নয়, নেতাজির কাজকে বোঝার চেষ্টা করুনঃ সুগত

বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ নেতাজির প্রতি বাঙালির একটা আবেগ আছে। তবে বাঙালি তাঁর কাজ নিয়ে যত না খোঁজ রাখে, তাঁর মৃত্যু বা এই সব বিষয় নিয়ে যেন বেশি আগ্রহ। এমনটাই মনে করেন সুগত বসু।
নেতাজি পরিবারের এই গবেষক হার্ভার্ডে অধ্যাপনা করছেন। এই মুহূর্তে তিনি হাভার্ডেই আছেন।গত কয়েকদিন নেতাজি ফাইল সংক্রান্ত অনেক ফোন ও ই মেল পেয়েছেন তৃণমূলের টিকিটে নির্বাচিত এই সাংসদ। এই ফাইলপ্রকাশের জন্য রাজ্য সরকারকে ধন্যাবাদ জানিয়েছেন। কেন্দ্রের হেফাজতে থাকা ফাইলগুলি প্রকাশ করার আবেদনও জানিয়েছেন।

netaji

কিন্তু ফাইল নিয়ে যেসব বিতর্ক হচ্ছে, তাতে কিছুটা অস্বস্তিতে। এইসব ফাইলকে নেতাজি ফাইল বলতেও তাঁর আপত্তি রয়েছে। তাঁর কথায়, ‘সদ্য প্রকাশিত ফাইলগুলিকে যদি ‘নেতাজি ফাইল’ বলা হয়, তাহলে খুব ভুল বলা হবে। আমি বিভিন্ন আর্কাইভে রাখা নেতাজি সংক্রান্ত হাজার হাজার ফাইল পড়েছি। এমনকি ১৯৫০ দশক থেকে নেতাজি রিসার্চ ব্যুরো বহু পরিশ্রমে নেতাজির চিঠি, লেখাপত্র এবং বক্তৃতার যে সংগ্রহ গড়ে তুলেছে, তাও আমায় খুঁটিয়ে পড়তে হয়েছে। আশা করব, নেতাজি সম্বন্ধে জানতে গিয়ে নেতাজির জীবন সংক্রান্ত যেসব বই রয়েছে, তরুণ প্রজন্ম সেগুলির উপরই বেশি নির্ভর করবে। কেন না জনশ্রুতির চেযে ওইসব বই ঢের বেশি কৌতূহলোদ্দীপক ও ইতিহাসনির্ভর।’

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.